শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৫

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

কালাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার এ অভিযানগুলো পরিচালিত হয়। উপজেলার পূর্ব কৃষ্টপুরগ্রামে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী মৃত কছিমদ্দিনের ছেলে আব্দুস সাত্তারসহ (৬০), মাদক সেবী উপজেলার বিনইলের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান(২৮) ও মাত্রাইয়ের হাতেমের ছেলে আলমকে (৪৫) গ্রেফতার করা হয়। অপর অভিযানে উপজেলার পুনট থেকে ৩০ পুরিয়া হেরোইনসহ ওই গ্রামের মৃত জয়নালের ছেলে আবু বক্কর (৪৬) এবং মৃত দিলচাঁনের ছেলে শ্রী রামতালাকে(৫০) গ্রেফতার করা হয়। কালাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন