শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রানীশংকৈলে অগ্নিকান্ডে ৮০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল শহর থেকে প্রায় ২০ কিমি. দূরে সীমান্ত এলাকায় ধর্মগড় ইউনিয়নের ম-লপাড়া নামক গ্রামে অগ্নিকা-ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মেঘুরাম, অমলচন্দ্র, ধীরেন চন্দ্র, কলেন চন্দ্র, অলেন চন্দ্র ও মলিন চন্দ্র জানান, গত শনিবার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর সদস্যরা জানান, পীরগঞ্জ থেকে প্রায় ৩৩ কিমি. দূরে ঘটনাস্থল। সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় তাদের। ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর দমকলবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে ওই গ্রামের একটি বাড়িও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। নবাগত চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, ক্ষতিগ্রস্তরা সর্বস্বান্ত হয়ে গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাস্থলে এখন পর্যন্ত প্রশাসনিক কোনো দফতর থেকে কেউ আসেনি। তবে সাহায্যের আস্বাস দিয়েছে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন