মংলা সংবাদদাতা
সুন্দরবনের কচিখালী খাল এলাকা থেকে ৪৫ লাখ টাকার সুন্দরী গাছ জব্দ করেছে মংলা কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃকঃ ফজলুল করিম জানান, গতকাল রোববার সকাল ৯টার দিকে সুন্দরবনের কচিখালী খাল এলাকা অভিযান চালান হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং ওই সময় ২৫শ’ সিএফটি সুন্দরী গাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকার। জব্দকৃত গাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন