ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজারে রাস্তায় অবৈধভাবে চলাচলরত ট্রলিভ্যানের ধাক্কায় গতকাল রোববার সকাল ৭টার দিকে দুই সন্তানের জনক তোতা মিয়া নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, কালামপুর-বালিয়া সড়কের কাওয়ালীপাড়া বাজারে ধান ও ভুট্টা ক্রয় করতে আসেন উপজেলার সুন্দর কাঁঠালিয়া গ্রামের নজুমুদ্দিনের ছেলে ব্যবসায়ী তোতা মিয়া। প্রধান সড়কে কাওয়ালীপাড়া-নবগ্রামের বাজার রাস্তায় প্রতিনিয়তই দীর্ঘ যানজটের সৃষ্টিও হয়। গতকাল সকালে ব্যবসায়ী তোতা মিয়া (৪০) অন্যান্য দিনের মতো হাটে যান। হঠাৎ পেছন দিক থেকে রাস্তায় অবৈধভাবে চলাচল করা ট্রলি ভ্যান তার ওপর উঠে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে হাটের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। কাওয়ালীপাড়া বাজার পুলিশ ট্রলিভ্যান আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।
মন্তব্য করুন