সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুরাদনগরে এমপির মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

কুমিল্লা মুরাদনগরের এমপি ইউছুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেছেন, ছাত্রজীবন একটি মূল্যবান সময়। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের জায়গাটি সমৃদ্ধ করতে হবে। সব ক্ষেত্রে আদব-কায়দার প্রতিফলন ঘটাতে হবে। আর নৈতিক চরিত্রে বলীয়ান হতে হবে। মনের ভেতর জাগিয়ে তুলতে হবে দেশপ্রেম। মাদক ও উচ্ছৃঙ্খলতা পরিহার করে আদর্শবান মানুষ হওয়ার জন্য ছাত্র জীবনের মূল্যবান সময়টিকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে পিতা-মাতা, শিক্ষক, গুরুজনকে কোনো দিন অসম্মান করা যাবে না। উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউছুফ আবদুল্লাহ হারুন এসব কথা বলেন। গত শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক এম এন আক্তারুজ্জামান ও শেখ ফরিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, এনসিটিবির গবেষক মোঃ মোসলেহ উদ্দিন সরকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন