ঝিনাইদহ জেলা সংবাদদাতা
কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে মাদ্রাসা ভবন, তাই খোলা মাঠেই চলছে শিক্ষার্থীদের ক্লাস। শিক্ষার্থীদের বসে থাকতে হচ্ছে রোদের মধ্যেই। ঝিনাইদহ সদর উপজেলার রাকু আদর্শ দাখিল মাদ্রাসার চিত্রটি এমনই। মাদ্রাসার সুপার আহসান হাবীব জানান, গত ৩০ মার্চ কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হয়। টাকার অভাবে টিনের চাল মেরামত করতে পারেননি। তাই বাধ্য হয়ে সপ্তাহব্যাপী খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। তিনি আরো জানান, ঝড়ে রাকু আদর্শ দাখিল মাদ্রাসার মূল ভবনসহ সকল শ্রেণীকক্ষ ল-ভ- হয়ে গেছে। ভেঙে-চুরে গেছে সকল আসবাবপত্র। রোদে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের বসিয়ে চলছে পাঠদান। বাইরে বসে ক্লাস করতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। সুপার জানান, এলাকার একমাত্র দিন শিক্ষা প্রতিষ্ঠানটি রেজিস্টার্ড এবং মাদ্রাসা বোর্ড থেকে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত হলেও আজো এমপিওভুক্ত নয়। ঝড়ে মাদ্রাসার ভবন উড়ে যাওয়ায় এখন ক্লাস নিতে হচ্ছে খোলা মাঠে। সরকার ও সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে ভবন মেরামত করা সম্ভব হতো বলে তিনি জানান। মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ারুল কবীর জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের একটি মাত্র ভালো প্রতিষ্ঠান এই মাদ্রাসাটি। এখানে ভালোভাবে পাঠদান করায় পরীক্ষার পাসের হারও ভালো। এখন আর ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। ভবনের পুড়োটাই ভেঙে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, মাদ্রাসার ভবন নির্মাণের জন্য কিছু টিন দেয়া হবে। এছাড়াও ভবনের অন্যানো কাজ ও উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন