সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
‘দুর্নীতি, ভুলনীতি, অপচয় বন্ধ কর, যাত্রী অধিকার প্রতিষ্ঠা কর’- এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে রেল রক্ষা অভিযাত্রা ও পথসভা করেছে সিপিবি-বাসদ। শহরের শেরেবাংলা সড়কে তামান্না মোড়ে শনিবার রাতে পথসভায় নুরুজ্জামান জোয়ারদারের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, জাহিদুল হক মিলু প্রমুখ। মুজাহিদুল ইসলাম সেলিম এ সময় অভিযোগ করে বলেন, সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করছে। সরকার রেলের ভাড়া বৃদ্ধি করেছে। অথচ যাত্রীসেবার মান বাড়ায়নি। রেলকে ধ্বংস করছে। সরকার ভারত থেকে বগি আমদানি করে আনছে। অথচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় কম খরচে বগি তৈরি করা যেত। পার্বতীপুর, চট্টগ্রামের পাহাড়তলী কারখানা আজ ধ্বংসের পথে। মহাজোট সরকার দেশের মানুষের উন্নয়নের কথা বলছে, অন্যদিকে দেশে বেকারত্ব বাড়ছে। দেশের অর্থ লুটপাট করতে ব্যস্ত। প্রশাসনের ওপর ভর করে দেশ পরিচালনা করা যায় না। দেশে হত্যা, ধর্ষণ, গুম, খুন বেড়েই চলেছে। সরকার মাথাপিছু আয়ের কথা বলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন