শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিরাজগঞ্জে ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার করায় উত্তরবঙ্গে তেল সরবরাহ শুরু

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

রংপুরে দুই ট্যাংকলরি শ্রমিক নিহতের ঘটনায় আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্যাংকলড়ি ধর্মঘট জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে। ফলে উত্তরবঙ্গের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি ঘাট শাখা ও শাহজাদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২১ মার্চ উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সদস্য ও ট্যাংকলরি ড্রাইভার কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে হত্যা করা হয়। এ বিষয়ে রংপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যার পর প্রায় ১৫ দিনেও এই ঘটনায় কোন আসামিকে গ্রেফতার না করার প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখা অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের একমাত্র নৌ-বন্দর শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধসহ ট্যাংকলড়ি ধর্মঘটের ডাক দেয়। গত শনিবার সারাদিন ধর্মঘট পালন শেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার নেতৃবৃন্দের সাথে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শামীম আলম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ আলোচনায় বসেন। প্রায় এক ঘণ্টার আলোচনা শেষে সকাল ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ জানান, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আজ থেকেই উত্তরবঙ্গেও ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন