শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই -ফারুক

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফারুক। তিনি গাজীপুর-৫ আসন থেকে নির্বাচন করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, কালীগঞ্জে আওয়ামী লীগের যে শক্ত ঘাঁটি ছিলো সেটা এখন আর নাই। আওয়ামী লীগের অবস্থাকে নাজুক করে দেয়া হয়েছে। এই আসনটাকে আবার শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে। কালীগঞ্জকে আবার সেই পুরনো শক্তিশালী ঘাঁটি করতে হবে। এজন্য এখানে আমার ইলেকশন করা প্রয়োজন। আগামীতে আমি ইলেকশন করতে চাই। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, মনোনয়নের বিষয়টা দেরি আছে। কিন্তু আমারতো কাজ কর্ম চলছে। অনেকে ছবি টাঙায়, শুভেচ্ছা দেয়। আমি কাজ করছি আমার মতো। আমার ওয়ার্ক হলো ভেতরে ভেতরে। আমারতো ছবি টাঙানোর দরকার নেই। শুধু গাজীপুর নয়, দেশের আনাচে কানাচে জনসংযোগ করছি। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি জনসভা করিনি। কথা বলেছি মানুষের সাথে। মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলেছি। নিজেকে যাচাই করেছি। চট্টগ্রাম যখন গিয়েছি তখন সেখানকার মানুষ বলে, আপনি চট্টগ্রাম থেকে নমিনেশন নেন। এখান থেকে আপনি পাশ করে যাবেন। এতো ভালোবাসে মানুষ আমাকে। আবার দেখা গেল নর্থ বেঙ্গলের মানুষও আমাকে একই কথা বলেছে। সিলেটে গিয়েও এরকম প্রচুর কথা আমি শুনেছি। মানে মানুষ আমাকে ভালোবাসে। আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রস্তুত কিনা? এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, দ্বিতীয় কোনো কথা নেই, আমি আগামীতে নির্বাচন করতে চাই। আমি আমার দলের কাছে মনোনয়ন চাই। আমি আমার পার্টির চিফের কাছে অন্তর থেকে মনোনয়ন চাই। আমার চাওয়াটা আমি বললাম। আশা করি, আমাকে ধাক্কা দিয়ে দল থেকে সরিয়ে দেবে না। শুধু নিজে এমপি হওয়ার জন্যে না, দলের জন্যও আমি কিছু করতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন