শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তেঁতুলিয়ায় বিএনপির ইফতার মাহফিল

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়ায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ঐতিহাসিক ডাকবাংলোয় তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মহসিন আলী প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার মোহাম্মদ নওশাদ জমির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যডভোকেট আদম সুফি, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে দেলোয়ার হোসাইন নয়ন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রনজু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবদল সভাপতি খন্দকার আবু নোমান এনাম, উলামা দল সভাপতি সোহরাব আলী, জাসাস সাধারণ সম্পাদক জাকির হোসেন, তাঁতীদলের সভাপতি তাজউদ্দীন আহমেদ, ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইব্রাহীম ইমরান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমানে দেশে বিএনপি নিধনের রাজনীতি চলছে। নেতাকর্মীদের হত্যা আর গুম হল এ ফ্যসিস্ট সরকারের বিরোধীদল নিধনের কৌশল। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গনতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপফে আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন