শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ২:৪৬ পিএম

রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার দুপুরে মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

কমিশনার বলেন, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়ছে। যতোদিন মাদক নির্মূল করা না যাবে ততোদিন এ অভিযান চলবে। এ যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন