লাইফ স্টাইল ব্রান্ড আলফা স্টাইল রাজধানীর গুলশান এভিনিউ এর পুলিশ প্লাজায় তাদের ২য় আউটলেট উদ্বোধন করেছে গত মঙ্গলবার। প্রধান অতিথি থেকে আউটলেট উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী। এ সময় আলফা স্টাইলের চেয়ারম্যান কে.এম. মুজিবুল হক, ব্যবস্থাপনা পরিচালক এস.এ.এম. ইউসুফ, পরিচালক কাজি শাহ মোজাক্কের আহমেদুল হকসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফাইন্ড ইওর স্টাইল ট্যাগ লাইন নিয়ে ইয়াং জেনারেশনের কাছে লেটেষ্ট ডিজাইনের পন্য পৌছে দিতে চায় আলফা স্টাইল। আলফা স্টাইলের রয়েছে - জেনুইন লেদার গুডস এর মধ্যে ফরমাল সু, ক্যাজুয়াল সু, স্যান্ডেল, ব্যাগ, বেল্ট ওয়ালেট, কেডস এবং লেটেষ্ট ফ্যাশনের ড্রেস, পাঞ্জাবী, টিশার্ট, পোলো শার্ট ছাড়াও মিলবে আন্তর্জাতিক ব্রান্ড লিওদার এর জুতো ও অন্যান্য পন্য। নতুন আউটলেট উদ্বোধন ও ঈদ উপলক্ষে আলফার সব পন্য ২০% ডিসকাউন্টে পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন