শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিপি মিউজিকে কিংবদন্তী ব্যান্ডদল স্পন্দন-এর প্রথম অ্যালবাম

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

‘ইস্কুল খুইলাছে’ ও ‘মন তুই চিনলি না রে’র মতো সত্তরের দশকের জনপ্রিয় মাইজভান্ডারি গান নতুন করে সাজিয়ে নিজেদের প্রথম অ্যালবামে নিয়ে আসছে ব্যান্ডদল ‘স্পন্দন’। স¤প্রতি দলটি তার প্রথম অ্যালবাম ‘স্পন্দন’- এর কাজ শেষ করেছে। নতুন অ্যালবামটির চমকপ্রদ বিষয় হলো, এ অ্যালবামের কয়েকটি গানে প্রথম সময়ের ‘স্পন্দন’ ব্যান্ডের সদস্য কিংবদন্তী কাজী হাবলু পারকাশন বাজিয়েছেন। দীর্ঘ ৪৬ বছর পর ২০১৬ সালে নতুনভাবে ‘স্পন্দন’ ব্যান্ডটি তাদের যাত্রা শুরু করে। ফিরোজ সাঁই এবং কাজী হাবলুর ছেলেরা বাংলাদেশের কিংদন্তী এ রক ব্যান্ডটিকে নতুন রূপে নিয়ে এসেছে। ব্যান্ডের ঐতিহ্যকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আবার ব্যান্ডটিকে সক্রিয় করে তোলে নিয়াজ, নাজিম, নাঈম ও আনান। বাংলা মিউজিক এবং ফোক ঘরানাকে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্যে ১৯৭২ সালের ১৭ জুন ‘স্পন্দন’ ব্যান্ডটির জন্ম। পথচলার খুব কম সময়ের মধ্যেই অসাধারণ সব গান দিয়ে সবার মন জয় করে নেয় ব্যান্ডটি। স্বাধীনতার পর ব্যান্ড মিউজিকে নাসির আহমেদ অপু, ফেরদৌস জুনিয়র, আফতাব কামাল, ল্যারি, মুসা, কামাল, হ্যাপি আখন্দ, কাজী হাবলু, শাহেদুল হুদা, ফেরদৌস ওয়াহিদ, প্রয়াত ফিরোজ সাঁই এবং শেখ কামালদের অনবদ্য অবদান ‘স্পন্দন’ ব্যান্ডটিকে সর্বসাধারণের কাছে করে তোলে আরও জনপ্রিয়। এসব প্রতিভাবানদের যৌথ প্রয়াসে ‘স্পন্দন’ বাংলাদেশের পপ মিউজিকের সর্বোচ্চ স্থান দখল করে নেয়।প্রথাগত সঙ্গীতচর্চা থেকে বেরিয়ে এসে পপ, রক ও ফোক ঘরানার গানগুলোর সঙ্গে পশ্চিমের মিউজিকের মেলবন্ধন করে এক ধরনের ফিউশনের সৃষ্টি করে ‘স্পন্দন’। সে সময় বাংলাদেশের মানুষদের জন্য ছিলো একদম নতুন। এ কারণে বাংলাদেশের রক মিউজিকের সঙ্গে পশ্চিমের সংগীতধারার মিশ্রণ ঘটিয়ে তৈরি হওয়া ‘বাংলা পপ মিউজিক’ ধারার পথিকৃৎ বলা হয় ‘স্পন্দন’ ব্যান্ডটিকে। এর পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন, প্রয়াত পপশিল্পী ফিরোজ সাঁই এবং রকশিল্পী নাসির আহমেদ অপুসহ স্পন্দন- এর অন্যান্য সদস্যরা। ‘স্পন্দন’র নতুন অ্যালবামটির এক্সক্লুসিভ ডিজিটাল প্রমোশন পার্টনার হিসেবে রয়েছে জিপি মিউজিক। জিপি মিউজিকে পুরো অ্যালবামটি মুক্তি দেয়া হয়। শ্রোতারা জিপি মিউজিকের অ্যাপ অথবা ওয়েব প্ল্যাটফর্ম থেকে অ্যালবামটি শুনতে পারবেন। এছাড়াও, অ্যালবামটির দু’টো গানের ভিডিও 'ইস্কুল খুইলাছে’ এবং 'শুনইয়া নাই' জিপি মিউজিকের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। অ্যালবামটির মিক্সড-মাস্টারিংয়ের কাজ করেছেন ওয়েস্টসাইড মাস্টারিং স্টুডিও’র চিফ মাস্টারিং ইঞ্জিনিয়ার উডি পর্নপাইটাকসাক। যিনি ‘লুইস আর্মস্ট্রং- দ্য কমপ্লিট হট ফাইভ অ্যান্ড হট’ কাজের জন্য ৪৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে সমাদৃত হন। স্পন্দন ব্যান্ডের বর্তমান সদস্য হচ্ছেন: রেজওয়ান ফিরোজ নিয়াজ, রায়হান ফিরোজ নাজিম, কাজী আনাম রেদওয়ান, ফিরোজ নাইম ও কাজী শিশির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন