মিয়ানমারের সাগাইয়ং অঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ৫ নারীসহ ৭ জন নিহত এবং অপর ৯ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সাগাইয়ং শহরের নিকটে মান্দালায়-মনিওয়া মহাসড়কে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিল। চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে । ঘটনার পর চালক পালিয়ে যায়। সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন