ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান মানবতাবিরোধী অপরাধ আর জাতিগত নির্মূল ও দমনপীড়নের বিরুদ্ধে গত বুধবার বিকেলে কোলকাতা শহরে এক মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রোহিঙ্গাদের ওপর দমনপীড়নের অভিযোগে গত বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় ১০টি সংগঠনের ডাকে ওই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিয়ানমার কনস্যুলেটে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন ৫ সদস্যের এক প্রতিনিধিদল।
এদিন কলকাতার পার্কসার্কাস থেকে বেকবাগান মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি ও প্রতিবাদসমন্বিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। পরে আয়োজিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে বক্তারা মিয়ানমারের নিরাপত্তাবাহিনী এবং সেখানকার উগ্র বৌদ্ধদের রোহিঙ্গাবিরোধী দমনপীড়নের তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমির মুহাম্মদ নূরউদ্দিন, সংখ্যালঘু পিস কাউন্সিলের সভাপতি সুখনন্দন সিং আলুওয়ালিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছরের অক্টোবর মাসের ৯ তারিখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। আর তখন থেকেই শুরু হয় সেনাবাহিনীর দমন প্রক্রিয়া। মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, এরপর থেকেই রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়ে যাচ্ছেন তারা। রোহিঙ্গা মুসলমানদের ইসলামি চরমপন্থা দমনে কাজ করছেন বলে দাবি করছেন তারা। আর তা এমন কঠোর প্রক্রিয়ায় চালানো হচ্ছে যে সেখানে সংবাদমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকা-েরও অভিযোগ তোলা হয় দুই দফায়। সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের। -সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন