বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাগনভূইয়ার জমিলা খাতুন আলিম মাদরাসা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

দাগনভূইয়া উপজেলায় অবস্থিত জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদরাসা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ সনে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়েজিত জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃতিত্বের সনদ বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় উপস্থিত থেকে এসব সনদ ও ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এই মাদরাসা। অত্র মাদরাসার প্রিন্সিপাল মোঃ আবুল মোবারক বলেন আমাদের এ প্রতিষ্ঠান ১৯ বছর হয়েছে আলীম স্বীকৃতি পেয়েছে। অত্যান্ত সুনামের সহিত ভালো ফলাফল করে আসছে। তবে আলীম শাখায় এমপিও না হওয়ায় শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছে। আমি আশা করি অত্র মাদরাসায় ভবিষ্যতে আরো সাফল্যের ধারা অব্যাহত থাকে সকলের দোয়া কামনা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন