সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় আ’লীগ নেতাদের মাদকের তালিকায় অন্তর্ভূক্ত করায় স্মারকলিপি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

গতকাল খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে দলীয় পরীক্ষিত নেতাদের নামে মাদকের তালিকায় অন্তর্ভূক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, সাবেক ছাত্রলীগ সভাপতি ও দিঘলিয়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রেজা বাচা, সেনহাটি ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মাইনুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মির্জাসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে অভিযোগ দিয়ে তাদেরকে মাদকের তালিকাভূক্তি করেছে। অথচ গত ৫ বছরে যারা মাদক মামলায় গ্রেফতার হয়েছে এবং মাদকের সাথে জড়িত তাদের কারও নাম ঐ তালিকায় নেই। যারা তালিকায় রয়েছে তারা দলীয় কোন্দলের শিকার এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের কাছের মানুষ। তাই এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নেতৃবৃন্দ স্বারকলিপি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন