রাজধানীর মহাখালীতে বাসের চাপায় পা থেঁতলে যাওয়া নুরুল আমিন চৌধুরীকে দেড় কোটি টাকা ক্ষতি পূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শহিদুল করিমের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে ওই ঘটনা একটি দৈনিকে প্রকাশিত হলে প্রতিবেদন যুক্ত করে অ্যামনেস্টি বেঙ্গলের প্রধান নির্বাহী ড. বেগম রেজিনা বানু রিট দায়ের করেন।
এছাড়া সড়ক ও জনপদ বিভাগের সচিবকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন