মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজেলের ক্যাশমোমোতে পেট্রল পাচারের অভিযোগে ড্রাইভার ও হেলপারসহ একটি ট্রাক আটক করেছে কোস্টগার্ড। ট্রাকটিতে ৩০ ড্রামে ৬ হাজার লিটার চোরাই পেট্রল ছিল। রোববার দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড পশ্চিম জোনের মোড়েলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম এটি আটক করে। আটক ড্রাইভার হচ্ছেন শিবচর উপজেলার গফুর মল্লিকের ছেলে ওবায়দুর রহমান ও হেলপার মুন্সিগঞ্জের উত্তর মহাখালী গ্রামের রমিজ মোল্লার ছেলে রতন মোল্লা। আটক ড্রাইভার এই পেট্রল নিয়ে ঢাকা থেকে শরণখোলায় যাচ্ছিল। তার সাথে থাকা মেমোতে বাংলালিংক টাওয়ার রায়েন্দার নামে লেখা রয়েছে ৩০ ড্রাম ডিজেল। ড্রাইভারের কাছে থাকা ক্যাশ মোমোটি দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার মো. মনির এন্ড সন্সের। এই পেট্রল চোরাই পথে এসেছে বলেও মন্তব্য করেন ইউএনও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন