শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তরমুজ খেয়ে শিশুর মৃত্যু অসুস্থ ৫

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা

টাঙ্গাইলে বাজার থেকে কিনে আনা তরমুজ খেয়ে ফাহিম আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে তার পরিবারের আরও পাঁচ সদস্য। রোববার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। সে পৌর এলাকার চরকাগমারা গ্রামের বাবু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে শিশুটির দাদা মোমিন মিয়া বাজার থেকে একটি তরমুজ কিনে আনেন। গত রোববার বিকালে পরিবারের সবাই সেই তরমুজ খাওয়ার পরপরই ফাহিমসহ তার পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফাহিমের মৃত্যু হয় ও অপর ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নুর মোহাম্মদ বলেন, আহতরা এখন অনেকটা আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জন থেকেই এমনটা হয়েছে। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে এই ঘটনার মূল কারণ কি। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, তরমুজ ক্রেতা মোমিন মিয়ার বক্তব্য অনুযায়ী শহরের চার তরমুজ বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন