শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে আ.লীগ ও আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। জানা যায়, আ.লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল হক (নৌকা) এবং আ.লীগের বিদ্রোহী প্রার্থী আবু নাঈম ভূঁইয়া ফারুক (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার রাতে দু’পক্ষের মিছিল হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবু তালেব (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আব্দুস ছাত্তার, জুয়েল ও এমদাদ নৌকা প্রতীকের সমর্থক সাইদুল ইসলাম ও আয়নাল মিয়া আহত হয়। এ সময় ছিলার বাজার এলাকায় মোটরসাইকেল মার্কার নির্বাচনী অফিস গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষ। গুরুতর আহত আবু তালেবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানিয়েছেন থানার ওসি আতাউর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন