কুমিল্লা উত্তর সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিই নারান্দিয়া গ্রামের প্রবাসী আবু সাত্তারের বাড়িতে গত শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এসময় প্রবাসীর স্ত্রী মিলন বেগমের হাত-পা বেধে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মিলন বেগমের বোন প্রবাসী আক্কাসের স্ত্রী স্বর্নেহের বেগম (৩৫) দেখে ফেললে ডাকাতদল তাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে নিহত স্বর্নেহের বেগম ডাকাতদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয়েছে। তিতাস থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বা ডাকাতির সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এলাকাবাসী বলছে, ডাকাতদল এ এলাকারই। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার লোকজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন