শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি প্রার্থীকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

ফটিকছড়ির সমিতিরহাট ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশীকে জোরপূর্বক রাতে মনোনয়নপত্র প্রত্যাহার করানোয় গত শনিবার ফটিকছড়িতে এক সংবাদ সম্মেলন করে তিনি এর প্রতিকার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অতিদ্রুত জোরপূর্বক নেয়া মনোনয়ন প্রত্যাহারপত্র বাতিল, জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক তাকে প্রার্থী হিসেবে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইতে বৈধ বিবেচিত হবার পর থেকে আমার উপর নানামুখী চাপ শুরু হয়। তিনি বলেন, আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ কালু আমাকে বেশ ক’বার ফোন দিয়ে সমঝোতার প্রস্তাব দেয়। গত ৪ এপ্রিল রাতে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমাকে পুনরায় ফোন করে বলেন ‘অন্য সব প্রার্থী’ প্রত্যাহারে সম্মত হয়েছে। তাই আমাকেও সমঝোতায় যেতে হবে। আমি অনীহা প্রকাশ করি। এরপর থেকে পুরো সমিতিরহাট এলাকায় আমিসহ অন্যান্য প্রার্থীদের নেতা-কর্মী, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের উপর প্রচ- চাপ শুরু হয়। উপায়ান্তর না দেখে আমি গত ৫ এপ্রিল ফটিকছড়ি ছেড়ে বান্দরবান চলে যাই। পরদিন ৬ এপ্রিল সকালে জানতে পারি প্রচ- চাপে অন্যসব প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়। সবশেষে আমাকে আল্টিমেটাম দেয়া হয় ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে পরিণতি ভয়াবহ হবে। সর্বশেষ ফটিকছড়িতে শক্তিশালী চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের এক নেতার ফোন পেয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহারে যেতে বাধ্য হই। এ ঘটনার প্রেক্ষিতে গত ৭ এপ্রিল দুপুরে ফটিকছড়ি থানায় একটি জিডি করি এবং ই-মেইল যোগে প্রধান নির্বাচন কমিশনার বরবারে অভিযোগ দায়ের করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন