শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রায়পুরে অপহৃত ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে সিরাজ মিয়া (৪৫) নামের এক গরু ব্যবসায়ীকে গত রোববার ভোরে উত্তর চরবংশী ইউনিয়নের ফকির বাড়ি সড়ক সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সিরাজ মিয়া দক্ষিণ চরবংশী ইউনিয়নের আনোয়ার উল্লাহ্র ছেলে ও গরু ব্যবসায়ী বলে জানা যায়। অপহৃত সিরাজের বাবা আনোয়ার হোসেন জানান, তার ছেলে সিরাজ দীর্ঘ কয়েক বছর ধরে গরু কেনা-বেচার ব্যবসা করতেন। গত শনিবার রাতে সিরাজ মোল্লারহাট বাজারে গরু বিক্রি করতে যায়। পরে ৫টি গরু ওই হাতে আড়াই লাখ টাকা বিক্রি করেন। বিক্রি শেষে সিরাজ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা তাকে অপহরণ করে আড়াই লাখ টাকা নিয়ে যান। পরে সন্ত্রাসীরা ফেরারপথে সিরাজকে মারধর করে হাত-পা বেঁধে ডাকাতিয়া নদীর কচুির পানা ডোবায় ফেলে দেয়। ভোরে স্থানীয়রা সিরাজকে ডোবা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তার পরিচয় নিশ্চিত করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ কয়েকবার জ্ঞান ফিরে ঘটনার কিছুটা বর্ণনা ও অভিযুক্তদের কয়েকজন চিনতে পারার কথা বললেও পুনরায় জ্ঞান হারিয়ে ফেলায় অন্য অভিযুক্তদের নাম প্রকাশ করতে পারেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন