শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গফরগাঁওয়ে সেমাই মশলার দোকানে ভীড়

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হরেক রকম দোকানে শেষ মর্হুতে উপচে-পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেনাকাটার শেষ বেলায় তরুন-তরুনীরা সেলুন ও বিউটি পার্লারে নিজেকে ভালভাবে সাজগোজ করে নিচ্ছে। ছেলেরা সেলুনে গিয়ে চুল-সেভ শরীরকে বিভিন্ন ভাবে মেকাপ করে নিচ্ছে। মেয়েরা বিউটি-পার্লারে গিয়ে হাতে মেহেদী ও চুল বিভিন্ন ভাবে কেটে নিচ্ছে সৌন্দর্ষ বৃদ্ধির জন্য। অন্যদিকে ইমিটেশনের দোকান হতে মেয়েরা হরেক রকমের জিনিষপত্র ক্রয় করছে। বাড়ির সংসারের প্রধান ব্যক্তিরা শেষ মর্হুতে বাজার মশলা তৈলসহ প্রয়োজনী দ্রবাদ্রি ক্রয় করছে। গফরগাঁও কলেজ রোডের জামতলার মোড়ের মেসার্স মহাদেব ষ্টোরের মালিক মহাদেব জানান, বিগত কয়েক বছরের মধ্যে মহিলাদের মধ্যে কসমেটিকস কেনা হিড়িক পড়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে লোকজন কেনাকাটা করছে। এবারের রমজানে কোন ধরনের জিনিষপত্রের দাম বৃদ্ধি পায়নি। এ ক্ষেত্রে মহাজোট সরকারের ব্যাপক সফলতা অর্জন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন