শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় : বাসের দীর্ঘ লাইন

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় পূর্বের তুলনায় এবার যানজট পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ জানায়, এ নৌরুটে মোট ২০ টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। এর মধ্যে বড় আকারের ৯ টি রো-রো ফেরি, মাঝারি আকারের ১ টি, কে-টাইপ ৩ টি ও ৭ টি ইউটিলিটি ফেরি দিয়ে ঈদের চাপ মোকাবেলা করা হচ্ছে। এদিকে ঘরমুখো যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাস, কারের দীর্ঘ লাইন পড়েছে। বাস ও কার পৃথক সড়ক পথে ওয়ান ওয়ে পদ্ধতিতে ঘাটে প্রবেশ করানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাটুরিয়া সড়কে নবগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বাসের দীর্ঘ লাইন পড়ে। দুপুরে চাপ অনেকটা কমে যায়। বিকালের দিকে চাপ বৃদ্ধি পেয়ে ওই সড়কের আড়পাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাসের দীর্ঘ লাইন পড়ে। আরিচা ঘাটে পাবনাসহ উত্তরাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। পাটুরিয়া ও আরিচা ঘাটের লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়। লঞ্চ ও স্পীড বোটে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়। লঞ্চ ও স্পীড বোট মালিকরা জানান, বিপরীত দিক থেকে প্রায় খালি আসতে হয় বিধায় সামান্য বেশি ভাড়া খরচ পোষানোর জন্য আদায় করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে লঞ্চ পারাপারের যাত্রীরা ১ থেকে দেড় কিলোমিটার পায়ে হেটে লঞ্চে উঠছে। ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তাদের সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন