মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

জেএসএস’র কর্মীকে গুলি করে হত্যার দায়ে আটক ৪

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার : রাঙামাটির বাঘাইছড়ির উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কার’র সুরেন বিকাশ চাকমা (৪৫) নামের এক কর্মীকে গুলি করে হত্যার দায়ে সন্দেহজনক ভাবে চারজনকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি পুলিশ।
গত সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে সর্বশেষ এ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার নয় কিলো গ্রামের দেব কুমার চাকমার ছেলে দোয়েল লাল চাকমা (৩৬), সুর্য কুমার চাকমার ছেলে অরুণ চাকমা (৩০), বড়াদম এলাকার বিদ্যাসাগর চাকমার ছেলে উন্নতি চাকমা (১৮), দহন পাঠা গ্রামের কান্দায়া চাকমার ছেলে পেলেন চাকমা (২০)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ সকাল থেকে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। নিহত সুরেন চাকমার স্ত্রী বাসন্তী চাকমা বাদী হয়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
গত ১৭জুন রাত আটটার দিকে রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকা গিয়ে একদল দুর্বৃত্ত জেএসএস এমএন লারমা গ্রæপ’র (সংস্কার) নেতা সুরেনকে তার বাড়িতে গিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার জন্য জেএসএস সংস্কার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন