মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

বানারীপাড়ায় সাংবাদিকের উপর হামলা, নিন্দা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১০:৪০ পিএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়া প্রেস কøাবের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক অনুসন্ধান বার্তার সম্পাদক দেলাওয়র বিন সিরাজের বানারীপাড়া উপজেলার দিদিহারের গ্রামের বাড়িতে হামলার শিকার হয়েছেন। দুর্র্বৃত্তরা তার বাড়িতে গিয়ে কিল-ঘুষি দেয়। এসময় দুর্বৃত্তরা তাকে টানা হেচড়া করে ঘরের বাইরে নিতে চাইলে তার স্ত্রী ও বোন বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করে। তারা বিভিন্ন হুমকি ও জবাই করার ঘোষনা দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে। তারা দেলাওয়ারের বাড়ির এবং দিদিহার বটতলা ঘেরাও দিয়ে রাখে। এ সময় দেলাওয়র লুকিয়ে উজিরপুর হয়ে বরিশাল গিয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে যায়। পলিশের যাওয়ার খবর পেয়ে দুর্বৃত্তরা পলিয়ে যায়। ঘটনার সূত্রপাত হয় ওই দিন সকাল ১০টার দিকে স্থানীয় বটতলার চায়ের দোকনে। প্রতক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আঃ হালিম বেপারী চায়ের দোকানে বসে দেলাওয়ারকে ব্যাঙ্গাত্মক ভাষায় কটুক্তি করে। দেলাওয়ার এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথাকাটি হয়। উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষণিক মিটিয়ে দেয়। একই দিন এর জের ধরে দুপুরে হালিম বেপারীর ছেলে কালাম, এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত জামাল সহ ভাইয়েরা দেলাওয়ারের বাড়িতে গিয়ে মারধোর ও ভাঙচুর করে। এ ব্যাপারে দেলাওয়র বিন সিরাজ বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে শ্রমিক লীগের সভাপতি কালাম পাল্টা অভিযোগ দায়ের করেছে বলে থানা সূত্রে জানা যায়। এই হামলার নিন্দা জানান স্থানীয় সাংবাদিকরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন