স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের ‘জি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে নজরকাড়া পারফরমেন্স দেখিয়ে সহজ জয় তুলে নিয়েছে বেলজিয়াম। রেড ডেভিলস খ্যাতরা গত সোমবার ৩-০ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে বর্তমানে উজ্জীবিত অবস্থায় রয়েছে। গ্রæপের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় থেকে আজই শেষ ষোল নিশ্চিত করতে চায় বেলজিয়াম। মস্কোতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তারকা সমৃদ্ধ বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড মনে করেন এবারের বিশ্বকাপটা তার। যদিও আগের ম্যাচের ফলাফল দেশের মাটিতে সমর্থকদের সমালোচনাকে রুখতে পারেনি। বিশেষ করে প্রথমার্ধে গোলশুন্য ড্র কোনভাবেই মেনে নিতে পারেননি বেলজিয়াম ভক্তরা। তাই দেশটির চেলসি ফরোয়ার্ড হ্যাজার্ড মনে করেন বেলজিয়ামের প্রতি এই ধরনের প্রত্যাশা কিছুটা অবাস্তব। ভক্তদের মতো তিউনিশিয়ার বিপক্ষে দলের আরো ভাল পারফরমেন্স তিনিও আশা করছেন। এ প্রসঙ্গে হ্যাজার্ড মিডিয়াকে বলেন, ‘আমাদের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশী। কিন্তু আমরা এবারের বিশ^কাপে দেখছি বেশীরভাগ দলই এক বা দুই গোলের ব্যবধানে জিতছে, ব্যতিক্রম ছিল শুধুমাত্র সউদী আরবের বিপক্ষে রাশিয়ার উদ্বোধনী ম্যাচটি। সে কারনেই আমি বলবো প্রথম ম্যাচে আমরা যে ৩-০ ব্যবধানে জিতেছি তা মোটেই খারাপ নয়।’
দলের উপর প্রত্যাশার চাপ আছে জানিয়ে এই ফরোয়ার্ড যোগ করেন, ‘বেলজিয়ামের কাছ থেকে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা সবসময়ই একটু বেশী থাকে। কারন আমরা সবসময়ই সঠিক ফুটবলটা খেলি। আগের বিভিন্ন ম্যাচে ৮০ শতাংশ বল পজিশন আমাদের ছিল, আমরা গোলে ৫০টিরও বেশী শট নিয়েছি যার মধ্যে ৪০টি থেকে গোল এসেছে। কিন্তু পরিস্থিতি সবসময় এক রকম থাকেনা। কখনো কখনো ম্যাচের আবহ ভিন্ন হয়ে যায়। তখন হয়তবা ১-০ গোলের জয়টাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা প্রথম ম্যাচে জয় পেয়েছি। আমাদের দলে এত বেশী প্রতিভাবান খেলোয়াড় আছে যে সকলের প্রত্যাশার মাত্রাটা বিস্ময়কর কিছু নয়।’
এবারের বিশ্বকাপে যে কয়জন তারকার কাছ থেকে ভাল পারফরমেন্স আশা করা হচ্ছে তার মধ্যে হ্যাজার্ড অন্যতম। চেলসির এই তারকা নিজেও মনে করেন নিজের যোগ্যতা প্রমানের এটাই সবচেয়ে বড় মঞ্চ হতে পারে। দ্বিতীয় ম্যাচের আগে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ফিফা ডটকমকে বলেন, ‘তিউনিশিয়া দলটি অনেক বেশী গতিশীল। দলের খেলোয়াড়দের মধ্যে ভাল বোঝাপড়া আছে। বিশেষ করে কাউন্টার এ্যাটাকের দিক থেকে তাদের গভীরতা চোখে পড়ার মত। তারা সরাসরি ফুটবল খেলতে ভালবাসে। তাদের হারিয়েই আজ আমরা শেষ ষোল নিশ্চিত করতে চাই।’
অন্যদিকে গ্রæপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হার মানা তিউনিশিয়ার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো। বেলজিয়াম শক্তিশালী দল হলেও তাদেরকে ছাড় দেয়া হবেনা এমনটাই বলেন তিউনিশিয়ার প্রধান কোচ নাবিল মালুল। তার কথা,‘ইংল্যান্ড ম্যাচে আমাদের ছোট-খাটো কিছু ভুলের কারণে হার মেনে নিতে হয়েছে। বেলজিয়ামের বিপক্ষে সেই ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু করে দেখাতে চাই। আশাকরছি ছেলেরা নিরাশ করবে না। আমার ধারণা ইংল্যান্ডের বিপক্ষে আমার খেলোয়াড়রা যে পারফরমেন্স করেছে সেটা যদি তারা বেলজিয়াম ম্যাচে করতে পারে তাহলে দিনটি আমাদেরই হবে।’
বেলজিয়ামের বিপক্ষে তিউনিশিয়ার সেরা একাদশে একটি পরিবর্তন আসছে বলে নিশ্চিত হওয়া গেছে। দলের এক নম্বর গোলরক্ষক মোয়েজ হাসেন ইংল্যান্ডের বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়ে দেশে ফিরে গেছেন। তার কাঁধে অস্ত্রোপচার করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই নিয়ে চতুর্থবারের মত বেলজিয়াম ও তিউনিশিয়া একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে দু’দল একটি করে ম্যাচ জিতেছে, বাকি ম্যাচটি ড্র হয়েছে।
এদিকে এবারের বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। ‘এফ’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির প্রতিপক্ষ সুইডেন। রাশিয়ার সোচি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যাওয়ায় সুইডেন ম্যাচটি জার্মানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে তাদের জয় পেতেই হবে। অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারানো সুইডিসরা উজ্জীবিত হয়েই মাঠে নামবে। এই গ্রæপের অন্য ম্যাচে এদিন মেক্সিকো খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। রস্তোভে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন