মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাই উপজেলার বিভিন্ন অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা কাটেটি প্রায় ১ দশক ধরে। জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট রোড কয়েক বছর আগেই সংস্কার করা হলেও সেখানে আবারো গর্তসহ দুরবস্থা বেড়ে গেছে। এছাড়া গজারিয়া, সাহেরখালী, সমিতিরহাট এলাকার কয়েকটি সড়কে এখনো কাটেনি দুর্ভোগ। দুর্গাপুর-কাটাছরা, মিঠানালা এলাকায় ও কয়েকটি সড়কে মানুষ পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ। এইসব সড়ক যাবতীয় যানবাহন ও জন চলাচলের অনুপযোগী হয়ে গণ দুর্ভোগের অন্ত নেই। অনেক সড়ক দিয়ে জনগণ এখন দুর্ভোগ ও ভোগান্তি সয়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের গালমন্দ করে চলাচল করে প্রতিদিন। এই সব সড়কের মধ্যে রয়েছে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্ট-ভাংগনীসহ উপকূলীয় বেড়ী বাঁধের সড়কটি। উপজেলার সাহেরখালী, ইছাখালী, মঘাদিয়া ৩ ইউনিয়নের সংযোগ ও হাজার হাজার মানুষের চলাচলের বিকল্পহীন এই সড়কের বিভিন্ন অংশে বর্তমানে কার্পেটিং ও তার নিচের ইটবালি ও উঠে গিয়ে বিশাল বিশাল গর্ত হয়ে রাস্তার অংশে ছোট ছোট পুকুরের মতো হয়ে গেছে। যানবাহন তো দূরের কথা এই সড়ক দিয়ে এখন আর মানুষও চলাচল করতে পারছে না। কোন কোন অংশে বিশাল গর্ত, আর গর্তে হাঁটু পানির চেয়েও বেশি পানি, আবার কোন কোন অংশে কার্পেটিং ইট, বালু ধসে গিয়ে মাটি কাদার সৃষ্টি হয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কটি উপজেলার উপকূলীয় বনাঞ্চলসহ সাহেবদীনগর, মাদবরহাট টেকেরহাটসহ দক্ষিণ উপকূলের উত্তরাঞ্চলে আসা যাওয়ার একমাত্র বিকল্পহীন সড়ক। এছাড়া আবার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ৫ কিলোমিটার এলাকায় ও রাস্তার কার্পেটিং উঠে গর্ত সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে জীপ, সিএনজি, ট্রাক-বাস ও চলাচল করে বর্তমানে ১৫-২০ মিনিটের এই সড়কে এক ঘণ্টা লেগে যায় যেতে বা আসতে। আবার এছাড়া মাদবরহাট-বোর্ড অফিস সড়ক, বারইয়াহাট-শান্তিরহাট সড়কগুলোর অবস্থা এখনো কোন উন্নতি হয়নি। এই বিষয়ে ইছাখালীর নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন আমাদের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাস্তাগুলো খুব শীঘ্রই সংস্কার করে দিবেন বলেছেন। আশা করছি আর বেশিদিন আপনাদের কষ্ট করতে হবে না। এতোদিন পূর্বের চেয়ারম্যানরা উন্নয়নে আন্তরিক ছিল না বলে ও তিনি দাবি করেন। আবার এই বিষয়ে মীরসরাই উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান বলেন অধিকাশ রাস্তাঘাট ইতিমধ্যে টেন্ডার হয়েছে। অবশিষ্টগুলো ও প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন