নেত্রকোনা জেলা সংবাদদাতা
ব্র্যাক স্কুলের ছাত্রী (১৩)-কে অপহরণ ও ধর্ষণের দায়ে ধর্ষক রুবেল মিয়াকে (২২) যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম সোমবার রাত ৮টায় এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের কৃষক আব্দুল মান্নানের মেয়ে ব্র্যাকস্কুলের ছাত্রী রহিমা খাতুনকে স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের আবুল মিয়ার পুত্র দুই সন্তানের পিতা লম্পট রুবেল মিয়া প্রায়শই উত্ত্যক্ত করে আসছিল। রহিমা এর প্রতিবাদ করায় এবং বিষয়টি তার বাবা-মাকে বলায় রুবেল ক্ষিপ্ত হয়। বিগত ২০০৯ সালের ২৫ মার্চ শেষ রাতে রহিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে রুবেল মিয়া তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এব্যাপারে রহিমার পিতা আব্দুল মান্নান বাদী হয়ে রুবেল মিয়াকে আসামি করে ঘটনার পরদিন ২৬ মার্চ নেত্রকোনা মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি গাজী মাসুদা বেগম ও অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া।
তক্ষকসহ আটক ৬
নেত্রকোনা মডেল থানার পুলিশ নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষকসহ ৬ জন তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা মডেল থানার এসআই ইমদাদুল হক জানান, ঢাকার একটি তক্ষক ব্যবসায়ী পার্টি প্রাইভেটকার যোগে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা এসে স্থানীয় একটি পার্টির কাছ থেকে দেড় লাখ টাকায় তক্ষক কিনে ঢাকায় ফিরছে এধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে জেলা শহরের বারহাট্টা সড়কে অবস্থান গ্রহণ করে। রাত ৯টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি পৌঁছলে পুলিশ তল্লাশি চালিয়ে বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ ৬ তক্ষক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে-শহিদুল ইসলাম ও তার স্ত্রী রাহিমা খাতুন, পিয়ার মিয়া, অনিক বিশ্বাস এবং আকাশ হালদার ও আব্দুস সাত্তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন