কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক লম্পট শিক্ষকের হাতে যৌন হয়রানী শিকার হলেন শিক্ষার্থী। গত শনিবার ১৪২নং পশ্চিম নৈয়ারবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রামপদ তালুকদার (৫৫) ক্লাসরুমে পঞ্চম শ্রেণীর (১৩) বছর বয়সের এক কিশোরী শিক্ষার্থীকে যৌন হয়রানী করে। পরে শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় শিক্ষক রামপদ তালুকদারের কঠিন শাস্তি ও তার চাকরি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা। ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এএসআই লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথমে আমরা মারামারির খবর শুনে ঘটনাস্থলে গিয়ে যৌন হয়রানীর প্রতিবাদে মিছিল হয়েছে বলে জানতে পারি। সেখানে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর সহপাঠীরা ঘটনার বর্ণনা করে বলে, স্যার এর আগেও ওই শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করে। স্থানীয়রা জানায়, এ ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন