শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে নারী ও শিশুবিষয়ক কর্মশালা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টা ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূল যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে)’ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপি উপজেলা রেস্ট হাউজ কক্ষে ওরিয়েন্টশন কর্মশালা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, অটিজম, শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচচ্ছন্নতা, যৌতুক, বাল্যবিবাহ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ বিবিধ বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন। উদ্বোাদধী বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাঃ হারুন।
এসময় উপরোক্ত বিষয়ে বক্তব্য রাখেন সাকেব উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম, বুব্রত বিকাশ তংচঙ্গ্যা, সমাজ সেবা কর্মকর্তা সুইফুল ইসলাম, ডাঃ মোঃ সেলিম, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, ওসি সৈয়দ মোহাম্মাদ নুর , সাংবাদিক করিব হোসেন, নজরুল ইসলাম লাভলু, ঝুলন দত্ত, নুর হোসেন মামুন, আলমগীর কবির, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান, প্রধান শিক্ষক খালেদা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বির্দশণ বড়ুয়াসহ প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় ইউপি চেয়ারম্যান গন, বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষক, ও গন্যমান্য ব্যাক্তি বর্গের প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন