ফুলগাজীতে জ্বিন তাড়াতে গিয়ে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জ্বিন ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত জ্বিন হুজুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শারিরিকভাবে অসুস্থ ছিলো পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের কালাচান মজুমদারের ছেলে আলমগীর হোসেন। বৃহস্পতিবার ফের অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজীর শ্রীপুর গ্রামের শহীদ উল্যাহ (৫২) নামে এক জ্বিন হুজুরের কাছে নিয়ে যায়। জ্বিন তাড়াতে আলমগীরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শহীদ উল্যাহ জ্বিন হুজুর। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানাজানির পর ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা আজিজ, আলমগীর হোসেনকে দেখতে হাসপাতালে যান। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হত্যার ঘটনার জ্বিন হুজুর শহীদ উল্যাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন