যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্রেপ্তারের পর কথিত
বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, শনিবার ভোরের দিকে উপজেলার কায়েমকোলা বাঘমারা বিলে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান টোকন উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক আজিজুর বলেন, শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহর থেকে টোকনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে টোকন তার কাছে অস্ত্র-গুলি থাকার কথা স্বীকার করেন। ভোরের দিকে তাকে নিয়ে বাঘমারা বিলে অভিযানে যায় পুলিশ।
“তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পিছু হটে। এ সময় টোকন মাথায় গুলিবিদ্ধ হন। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, “তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনের নামে ঝিকরগাছা থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে।”
সিলেট ব্যুরো
সিলেটে ২২টি সোনার বারসহ বিমান যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ২২টি সোনার বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
আটক সাদেকুর রহমান শামু (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।
সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা দয়াল মণ্ডল বলেন, শনিবার সকালে দুবাই থেকে সিলেট আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর উড়োজাহাজে করে আসা শামুর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
“গোপন খবর পেয়ে বিমান অবতরণের পর অভিযান চালানো হয়। শামুর জুতার ভেতর লুকিয়ে রাখা ২২টি সোনার বারের ওজন দুই কেজি ৫৫২ গ্রাম। এর বাজার দর আনুমানিক সোয়া কোটি টাকা।”
মন্তব্য করুন