পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে প্রাণ ফ্রুটো জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মইছ উদ্দিনের ছেলে আলামিন (২৫) গত একবছর আগে জমি বন্ধক রেখে একটি অটোরিকশা ক্রয় করেন। অটোরিকশাটি ভাড়ায় চালিয়ে সে পরিবারের ভরণ-পোষণ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় পাকুন্দিয়া উপজেলা গেইটের সামনে থেকে অজ্ঞাত তিন যুবক কিশোরগঞ্জের বিন্নাটি যাবার জন্য ভাড়া করে পথিমধ্যে এসে অটোচালক আলামিনকে জুস খেতে দেয়। সেই জুস খেয়ে অটোচালক আলামিন অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে কোদালিয়া বাজারের সামনে রাস্তার পাশে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। আলামিন সাড়ারাত বাড়িতে না যাওয়ায় গতকাল বুধবার ভোরে তার চাচাত ভাই হারিছ উদ্দিন ও বোন জামাই খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে কোদালিয়া এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন