শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাউখালীতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সময়ে উপজেলা প্রতিনিধি মো. মৃদুল আহম্মেদ সুমনকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার উপজেলার পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, শিক্ষক নেতা সুব্রত রায়, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সমাজ সেবক আঃ লতিফ খসরু, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন, যুবলীগের সভাপতি প্রভাষক অলোক কর্মকার ও সাধারণ সম্পাদক নাসির তালুকদার, রিপোটার্স ইউনিটর সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। বক্তারা প্রশাসনের কাছে এহেন হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত সাড়ে ৯টায় মৃদুল আহম্মেদ সুমন বাসায় যাওয়ার পথে গোসনতারা নজরুল কটেজের সামনে রাস্তা বেড়িকেড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন