মাগুরায় মহম্মদপুরের মশাখালী গ্রামে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মহম্মপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নুরুজ্জামান বিশ্বাস এবং নহাটা তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলাম ফোর্স নিয়ে শনিবার রাতে মশাখালী গ্রামে অভিযান চালায়। রাত সাড়ে দশটার দিকে জনৈক মানিক মোল্যার বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন মশাখালী গ্রামের আবুল মোল্যার ছেলে মেহেদি (২৬), মৃত লুৎফর মোল্যার ছেলে মানিক মোল্যা (৩০), সুলতান বিশ্বাসের ছেলে তরিকুল-১ (২৭), রহমান মোল্যার ছেলে তরিকুল-২ (২৮) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহম্মদ মোল্যার ছেলে রজব আলী (৪০), রতনের ছেলে ইয়াদ ফকির (২৮) রেজাউল মোল্যার ছেলে আল-আমীন (৩০)। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন