রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সান্তাহারে পিস্তলসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাত | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

বগুড়ার সান্তাহারে ডিবি পুলিশ দুইটি পিস্তল গুলি ও ম্যাকজিনসহ রুবেল (২৮) ও বারি (২১) নামের ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। রুবেল চাপইনববাগঞ্জ জেলার ছোটচক গ্রামের মৃত আবাদুস ছালামের ছেলে এবং বারি একই জেলার শিবগঞ্জ উপজেলার পার চোকা গ্রমের আয়ুব আলী ছেলে।
বগুড়া ডিবি পুলিশের পরির্দক (ওসি) নুরে আলম জানান গত শনিবার দিনগত রাত প্রায় সাড়ে ১০ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহরের পোঁওতা স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে সেভিন পয়েন্ট সিক্স ফাইফ দুটি পিস্তল ১২ রাউন্ড গুলি চরটি ম্যাকজিনসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন