শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাম্পার ফলনের আশা বাদাম ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত বোদার চাষিরা

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি মৌসুমে বাদাম চাষ বৃদ্ধি পেয়েছে। বাদাম চাষে কৃষকরা লাভবান হওয়ায় এ অঞ্চলের বাদাম চাষের দিকে ঝুঁকে পড়েছে কৃষক। উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিশাল মাঠজুড়ে কৃষকদের বাদাম ক্ষেতগুলো সবুজের হাতছানি দিচ্ছে। কৃষকরা এবার বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখতে পাচ্ছে। উপজেলার বাদাম চাষিরা এখন আগাছা দমন ও পরিচর্যা কাজে ব্যস্ত সময় বার করছেন। এ সময় কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়নের বাদাম চাষি মফিজ উদ্দীনের সাথে। তিনি জানান অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষ অনেক লাভজনক বলেই তিনি প্রতি বছর বাদাম চাষ করে আসছেন। গতবারে বাদাম চাষ করে তিনি বাদামের ভাল দাম পেয়েছেন। তাই তিনি চলতি মৌসুমে বাদামের আবাদ বৃদ্ধি করেন। তিনিসহ আরো অনেক কৃষক জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ও বাদামে পোকার আক্রমণ কম হলে চলতি মৌসুমে বাদাম চাষের বাম্পার ফলন হতে পারে। চলতি মৌসুমে একটু আগাম বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের বাদাম ক্ষেত সবুজ সতেজ হয়ে উঠেছে। আরোও সপ্তাহ খানিকের মধ্যে বৃষ্টিপাত হলে কৃষকদের আর বাদাম ক্ষেতে সেচ দিতে হবে না। এতে কৃষকদের উৎপাদন খরচ আরো কমে যাবে। কৃষকদের সাথে কথা বলে আরো জানা যায় অন্যান্য বছরের চেয়ে চলতি মৌসুমে তারা বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে। গত বছর বাদামের সন্তোষজনক দাম পেয়েছে তারা। চলতি মৌসুমে তারা বাদামের বাজার মূল্য ভাল পাওয়ার আশা করছেন। এ ব্যাপারে বোদা উপজেলা কৃষি অফিস অফিসার মোঃ আল মামুনুর অর রশিদ জানান, চলতি মৌসুমে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে ৩৪০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪০০০ হেক্টর। এ অঞ্চলে দিন দিন বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন