শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

নতুন গাড়ি ফ্রি পণ্য নিশ্চিত ক্যাশব্যাক

ঈদুল আযহায় মার্সেলের মেগা ডিজিটাল ক্যাম্পেইন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

এবার ক্রেতাদের জন্য নতুন গাড়ি পাওয়ার সুযোগ নিয়ে এলো দেশীয় ব্র্যান্ড মার্সেল। ‘ঈদ আনন্দে মাতামাতি, মার্সেল দিচ্ছে নতুন গাড়ি’ এই ¯েøাগান নিয়ে মার্সেল শুরু করলো ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি ও এসি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি। পেতে পারেন ফ্রিজ, টিভি, এসিও। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ। আর এসব সুবিধা থাকছে ঈদুল আযহা বা কোরবানি ঈদ পর্যন্ত। গত সোমবার রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, হুমায়ুন কবীর ও এসএম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, মার্সেল হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক ডাটাবেজ তৈরির মাধ্যমে বিক্রয়োত্তর সেবা আরো সহজতর করতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। উদ্দেশ্য হলো অনলাইনের মাধ্যমে গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান। এই সময়ে দেশব্যাপী বিস্তৃত মার্সেলের শোরুম থেকে ক্রেতারা প্রতিবার মার্সেল ফ্রিজ, টিভি ও এসি কিনে রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন নতুন গাড়ি কিম্বা ফ্রিজ, টিভি ও এসি। ওই সব সুবিধা না পেলেও, মিলবে নিশ্চিত ক্যাশব্যাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন