রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব পৃথক অভিযান চালিয়ে এক দম্পতিসহ ৭৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির এডিসি (মিডিয়া) মো. ওবায়দুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৮৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪৫ গ্রাম ২০৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ২১৪ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা, ৫২ লিটার দেশী মদ ও ৭২৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৪২টি মামলা করা হয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাতে র্যাব-১ এর একটি দল তুরাগ থানাধীন রাজাবাড়ি এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। তারা তুরাগ থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন