বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

 ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়ার বলেছেন, বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা। এখানকার শ্রমিকরাও অনেক পরিশ্রমী। গতকাল তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে আয়োজিত তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিয়নি কিউলিনিয়ার এ কথা বলেন। লিয়নি বলেন, আশা করি, ইউরোপীয় ইউনিয়নের সব দেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পারলে এ দেশ পোশাক শিল্পের নেতৃত্বে প্রথম কাতারে যেতে পারবে। এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এসএম মান্নান কচিসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে লিয়নি কিউলিনিয়ারের অসামান্য অবদান রয়েছে। বিজিএমইএ মনে করে, তিনি নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু ফিরছেন বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার দূত হিসেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন