শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইসরাইলের সাবেক মন্ত্রী বিচারের মুখোমুখি

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৬:০২ পিএম

 শত্রুদেশ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের সাবেক একজন মন্ত্রীর বিচারকাজ শুরু হয়েছে। আদালতে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বৃহস্পতিবার এ বিচারকাজ শুরু হয়। গোনেন সেগেব ১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইল সরকারের জ্বালানী ও অবকাঠামো মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ইসরাইলের বিপক্ষে গুপ্তচরবৃত্তি এবং শত্রুর কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। রুদ্ধদ্বার আদালতে শুনানীকালে সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি।
সেগেবের বিরুদ্ধে জ্বালানী বাজার, ইসরাইলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও অঞ্চল এবং রাজনৈতিক সংস্থা সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সমমনাদের সাথে সাক্ষাতের জন্যে তিনি ইরান সফর করেন বলেও অভিযোগ রয়েছে। চলতি বছরের মে মাসে তাকে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি ২০১২ সাল থেকে নাইজেরিয়ায় বাস করছিলেন। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন