টেকনাফে পুলিশ ও বিজিবির মাদকবিরোধী অভিযানে আটক ২শ’ ৮৬ কোটি ২৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ ও বিজিবি পৃথকভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিজিবি ধ্বংসকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল খালেক, ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মনজুরুল হাছান খান, ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান, জি-১, ডিজিএফআই, কক্সবাজার এর লেঃ কর্ণেল জোবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কক্সবাজর মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, রাজীব কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকতা ভারপ্রাপ্ত প্রণয় চাকমা, বাংলাদেশ কোষ্ট গার্ড ষ্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম, টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়–য়া, টেকনাফ শুল্ক গুদাম কর্মকর্তা নুরুল মোস্তফা, মাদকদ্রব্য এর পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন