সিলেটের ওসমানীনগরে মাদকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত ৮ টায় এসআই মমিনুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে এদের আটক করেন। আটককৃতরা হচ্ছে, উপজেলার তাজপুর ইউনিয়নের কাজিরগাও (চানপুর) এর নেছাবর আলীর পুত্র আবু বকর (৩০), দুলিয়ারবন্দ এলাকার মৃত গৌতম কুমার দেবের পুত্র রাজন দেব (৩১)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে আটকককৃতদের বসত ঘর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াইশ গ্রাম গাজা ও ৪ লিটার মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে ওসমানীণগর থানা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন