বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরের ১০ ইউনিয়ন প্রধান দুই দলেই বিদ্রোহের কাঁটা

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) থেকে
পার্বতীপুরে চতুর্থধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ৫১৭ প্রার্থী মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। চেয়ারম্যান পদে ৪০ জন ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ ও সাধারণ সদস্য পদে ৩৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আ.লীগের ১০ জন, বিএনপি ১০ জন, জামায়াতে ইসলামী ২ জন, ইসলামী আন্দোলনের ২ জনসহ আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছে ৬ জন, বিএনপি বিদ্রোহী ৫ জন ও স্বতন্ত্র হিসেবে ১০ জন মনোনয়ন গত ১২ এপ্রিল ছিল যাচাই-বাচাইয়ের শেষ দিন। বিএনপি বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও আ.লীগ বিদ্রোহী প্রার্থী প্রত্যাহারের আবেদন দু’জনই চেয়ারম্যান পদে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র যাচাইবাচাইয়ে চূড়ান্ত হলেন যারা- বেলাইচন্ডি ইউনিয়নে নুর মোহাম্মদ রাজা (আ.লীগ), এআইএম হাসিবুর রশীদ (বিএনপি), মমিনুর ম-ল সম্রাট (আ.লীগ বিদ্রোহী), আব্দুল মজিদ সরকার (স্বতন্ত্র), মন্মথপুর ইউনিয়নে ওয়াদুদ আলী শাহ (আ.লীগ), নজরুল ইসলাম (বিএনপি), মোশারফ হোসেন মুন্সী (জামায়াত), আনছার আলী (আ.লীগ বিদ্রোহী), আজগর আলী (আ.লীগ বিদ্রোহী), সামছুর রহমান কনু (আ.লীগ বিদ্রোহী), রামপুর ইউনিয়নে হুমায়ুন কবির (আ.লীগ), মাহবুবুল হক (বিএনপি), পলাশবাড়ী ইউনিয়নে সাদেকুল ইসলাম (আ.লীগ), অহিদুল হক সরদার (বিএনপি), মোফাখখার”ল ইসলাম (বিএনপি বিদ্রোহী), চন্ডিপুর ইউনিয়নে মজিবর রহমান (আ.লীগ) আফছার আলী (বিএনপি), এমদাদুল হক (আ.লীগ বিদ্রোহী), আবুবক্কর সিদ্দীক (বিএনপি বিদ্রোহী), বিলকীস জাহান (স্বতন্ত্র), মমিনপুর ইউনিয়নে আব্দুল ওহাব ম-ল (আ.লীগ), নজরুল ইসলাম সরকার (বিএনপি), আলীম উদ্দীন (জামায়াত), আব্দুর রাজ্জাক সরকার (স্বতন্ত্র), মোস্তফাপুর ইউনিয়নে ছাবেনুর আলম (আ.লীগ), হাছিনুর হাবিব (বিএনপি), নজমুল হক (স্বতন্ত্র), মাহবুব উল হক (স্বতন্ত্র), হাবড়া ইউনিয়নে আনিসুজ্জামান সরকার (আ.লীগ), অহিদুল ইসলাম (বিএনপি), নুরুজ্জামান ম-ল নুরু (বিএনপি বিদ্রোহী), আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন), হামিদপুর ইউনিয়নে আবুল কালাম প্রামানিক (আ.লীগ) সাদেকুল ইসলাম (বিএনপি), ইয়াকুব আলী (স্বতন্ত্র), তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র), লিয়াকত আলী (স্বতন্ত্র), হারিরামপুর ইউনিয়নে মাসুদুর রহমান (আ.লীগ) তৌফিকুল ইসলাম তপু (বিএনপি), রাকিবুল ইসলাম (ইসলামী আন্দোলন), মোজাহেদুল ইসলাম সোহাগ (বিএনপি বিদ্রোহী) এবং আবু তাহের (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে চূড়ান্ত। চতুর্থধাপে এ উপজেলায় ১০ ইউনিয়নের আগামী ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন