শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগ-জাপা চূড়ান্ত করলেও বিএনপি সিদ্ধান্তহীনতায়

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন ঘোষণায় ঢাকার ধামরাইয়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বর্তমান ক্ষমতাসীন আ.লীগ তাদের নৌকা প্রতীকের প্রার্থী বাচাইয়ে কোনো দ্বিধাবিভক্তি ছাড়াই প্রতিটি ইউনিয়নে তৃণমূলে কাউন্সিলিংয়ের মাধ্যমে ১৬টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহম্মদ ও স্থানীয় এমপি উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেকসহ সিনিয়র নেতাদের সাথে সমজোতা করেই এ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অপর দিকে ঝিমিয়েপড়া জাতীয় পার্টি (এরশাদ) ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা জেলা সভাপতি দুইবারের সাবেক সংসদ খান মুহাম্মদ ই¯্রাফিল খোকন ও উপজেলা সভাপতি আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রতিটি ইউনিয়নে কাউন্সিলিংয়ের মাধ্যমে তৃণমূলের মতামত নিয়ে এ প্রার্থী চূড়ান্ত করেছে। অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৬টি ইউনিয়নেই সম্ভাব্য ৬৫ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করলেও এ পর্যন্ত প্রার্থীর নাম প্রকাশ করতে পারেনি। তবে বেশ কয়েকটি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তাদের নাম প্রকাশ করবে নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে। আ.লীগের মনোনীত প্রার্থী হলেন- সোমভাগ ইউপিতে বর্তমান চেয়াম্যান আজহার আলী, সানোড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, কুল্লা ইউপিতে বর্তমান চেয়ারম্যান কালীপদ সরকার, সূয়াপুর ইউপিতে বর্তমান চেয়ানম্যান হাফিজুর রহমান সোহরাব ও নান্নার ইউপিতে বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া, বালিয়া ইউপিতে সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, আমতা ইউপিতে সাবেক চেয়ারম্যান চলচিত্র অভিনেতা আবুল হোসেন, গাঙ্গুটিয়া ইউপিতে আব্দুল কাদের মোল্লা, বাইশাকন্দা ইউপিতে বর্তমান চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, যাদবপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, রোয়াইল ইউপিতে আবুল কালাম শামসুদ্দিন মিন্টু, কুশুরা ইউপিতে এনায়েতুর রহমান এনা, ভাড়ারিয়া ইউপিতে শাহ আলম ও সূতিপাড়া ইউপিতে রেজাউল করিম রাজা। তবে এখনো চূড়ান্ত না হওয়ায় চৌহাট ইউনিয়নে নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, নাট্যকার সোহেল খান। এবং ধামরাই সদর ইউনিয়নে আজগর আলী, শরিফুল ইসলাম, রমিজ উদ্দিন মনোনয়ন পাওয়ার জন্য শেষবারের লভিং চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এককপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সভা করতে পারলেও দলীয় কোন্দল থাকার কারণে বিএনপি এখনো প্রকাশ্যে কোন সভা করতে পারেনি। বিএনপিতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতিটি অঙ্গসংগঠনে রয়েছে একাধিক কমিটি। আওয়ামী লীগ এককপ্রার্থী দিতে পারলেও বিএনপির জন্য হচ্ছে কঠিন চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বিএনপির তৃণমূলে প্রার্থী বাছাইয়ে একাত্ততা হবে না বলে অনেকেই তা মনে করছেন। বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকতে পারে বলে অনেকের মুখে তা শোনা যাচ্ছে। অপর দিকে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টির ১০ ইউনিয়নে প্রার্থী হলেন যারা- চৌহাট ইউপিতে সুজন মাহম্মুদ, সূতিপাড়া ইউপিতে গোলাম নাজমুল হক, আমতা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, যাদবপুর ইউপিতে মিজানুর রহমান মিজান, ধামরাই সদর ইউপিতে সেলিম আবেদীন, সূয়াপুর ইউপিতে জোবায়ের ইসলাম ভূঁইয়া, বালিয়া ইউপিতে মোস্তাক আহম্মেদ সিকদার, নান্নার ইউপিতে ফরিদ হোসেন, ভাড়ারিয়া ইউপিতে মোশারফ হোসেনও কুল্লায় দানেজ আলীকে মনোনীত করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার পর আ.লীগের প্রার্থীরা ফুরফুরে মেজাজে রয়েছে। বিএনপিতে কোন্দল থাকার কারণে প্রার্থীদের মধ্যে এখনো হতাশাই কাটেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন