রেবা রহমান, যশোর থেকে
আগামী ৭ মে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১১ ইউনিয়নে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আমিনুর রহমান, বিএনপি সমর্থিত আব্দুল মাজিদ, স্বতন্ত্র গোলাম হোসেন, শাহেব আলী, বদরউদ্দিন আহম্মেদ বিল্টু, মতিয়ার রহমান, আব্দুস সোবহান, রমেশ দাস, ময়েজ উদ্দিন, মমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাশেদুর রহমান শিপলু, আতাউর রহমান ঝন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২নং মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাজ্জাক, বিএনপি সমর্থিত আবু তালেব, স্বতন্ত্রপ্রার্থী দাউদ হোসেন, এ কে এম গিয়াস উদ্দিস, মশিয়ার রহমান, মোশলেম আলী, ফজলুর রহমান, মফিদুল ইসলাম এবং ৩নং শিমুলিয়া ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ সমর্থিত মতিয়ার রহমান সরদার, বিএনপি সমর্থিত জাকির হোসেন ও স্বতন্ত্র হিসেবে শফিউদ্দিন। ৪নং গদখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত শহিদুল ইসলাম খোকন, বিএনপি সমর্থিত মিজান মাস্টার, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, শাহাজাহান আলী, শাহিন কবির, আনারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫নং পানিসারা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নওশের আলী, বিএনপি সমর্থিত কাজী আব্দুস সাত্তার, স্বতন্ত্র মীর বাবরজান বোরন, জহুরুল ইসলাম, ৬নং ঝিকরগাছা সদর আওয়ামী লীগ সমর্থিত আমির হোসেন, বিএনপি সমর্থিত খোরশেদ আলম, স্বতন্ত্র লিয়াকত হোসেন, খাইরুল হুদা রাসেল, আব্দুল বারিক, ইস্তিয়াক আহম্মেদ রয়েল এবং ৭নং নাভারন ইউনিয়নে জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত শাহাজাহান আলী, বিএনপি সমর্থিত রমিজ উদ্দিন ভূঁইয়া ও স্বতন্ত্র হিসেবে জামায়াতের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক। ৮নং নির্বাসখোলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম, বিএনপি সমর্থিত লিয়াকত আলী, ৯নং হাজিরবাগ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আতাউর রহমান মিন্টু, বিএনপি সমর্থিত আলহাজ মিজানুর রহমান, স্বতন্ত্র আবুল কাশেম ও লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১০নং শংকরপুর ইউনিয়নে, আওয়ামী লীগ সমর্থিত গোবিন্দ চ্যাটার্জি, বিএনপি সমর্থিত মোজাম্মেল হক, স্বতন্ত্র নেছার উদ্দিন, মিজানুর রহমান ধাবক, আব্দুল কাদের, শরিফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ১১নং বাঁকড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নেছার আলী, বিএনপি সমর্থিত জামির হোসেন, স্বতন্ত্র আলহাজ মিজানুর রহমান, মতিয়ার রহমান, আয়ুব হোসেন ও আকবার আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। ইতোমধ্যে একই স্থানে আওয়ামী লীগের নির্বাচনী ও মনোনয়নবঞ্চিত বিদ্রোহীদের পথসভাকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষের আশঙ্কায় গত শনিবার স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ জানান, গত শনিবার ঝিকরগাছার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা করার কথা ছিল। ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা একইস্থানে সভা করার ঘোষণা দেয়। এ নিয়ে সহিংসতার আশঙ্কার প্রতিবেদন দেয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে ওই তিন ইউনিয়নে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। ইউপি নির্বাচন নিয়ে এমনিতেই নানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদেরও মধ্যে। তবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াই হলেও মনো লড়াই হচ্ছে বেশিরভাগেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ। বিশেষ করে ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের মনো লড়াই প্রকট আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত দ্বন্দ্ব সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা প্রবল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন