মাদারীপুর জেলা সংবাদদাতা
প্রচ- গরমে মাদারীপুর গত কয়েক দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়লেও চাহিদা মোতাবেক চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছে রোগীরা। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থাকলেও দরিদ্র রোগীরা ঔষধ পাচ্ছে না বলে অভিযোগ রোগীদের। মাদারীপুর সদর হাসপাতালে গেলে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগীই হাসপাতালের ফ্লোরে শুয়ে আছে। অধিকাংশ রোগীর অভিযোগ হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ঔষধ দেয়া হয় না। এতে করে ভোগান্তিতে পড়েছে দরিদ্র রোগীরা। নুরনবী (২৮) নামের এক রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হলে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর সেবনের সব ঔষধ ফার্মেসী থেকে কিনে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানান তিনি। তাজ উদ্দিন (৪০) ডায়রিয়া রোগী হয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, হাসপাতাল থেকে একটি কলেরা স্যালাইন ছাড়া আর কিছু দেয়নি। হাসপাতাল থেকে শুধু স্যালাইন দেয়া হয়। বাকি সব ঔষধ বাহির থেকে কিনে নিতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্য মাসের তুলনায় বর্তমানে ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুন। গত সোমবার সকালেই হাসপাতালে ২৪ রোগী ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এসব রোগীরা সরকারিভাবে সরবরাহকৃত ডায়রিয়া রোগের ঔষধ না পেয়ে জীবন বাঁচার তাগিদে ফামের্সী থেকে ঔষধ কিনে রোগীরা সেবন করে যাচ্ছে। এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শশাঙ্ক ঘোষ জানান, সরবরাহ সংকটের কারণে সব ঔষধ দেয়া সম্ভব হচ্ছেনা। মূল ঔষধ রোগীদের সরবারহ করা হয়। তবে অধিকাংশ রোগীদের দাবি খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ঔষধ দেয় না হাসপাতাল থেকে। রোগীরা টাকা দিয়ে ঔষধ কিনে নিতে হয় বলে অভিযোগ করেন চিকিৎসা নিতে আসা ওসমান নামের এক শিশু রোগির স্বজন। এ ব্যাপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস বলেন, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ রয়েছে। আমি আবাসিক চিকিৎসককে বলে দিয়েছি রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার জন্য। অতিরিক্ত গরমের কারণে ডায়েরিয়া রোগির সংখ্যা বেড়েছে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন